দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ ফেব্রুয়ারি ২০২৪: আর সিলিন্ডারের ঝক্কি নেই। গ্যাস লিকের বিপদ নেই। সিলিন্ডারে গ্যাস কারচুপির ব্যাপার নেই। সবটাই থাকবে চোখের সামনে, স্বচ্ছ। এলপিজি রান্নার গ্যাসের বদলে এবার সটান রান্নাঘরে পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে পিএনজি। নীচে রইল সেই ভিডিও।
WhatsApp Group
Join Now