September 28, 2023

মায়াপুর ইসকনে মহা সমারোহে পালিত হল রথযাত্রা উৎসব

দুর্গাপুর দর্পণ, নবদ্বীপ, ২০ জুন ২০২৩: নদিয়ার (Nadia) নবদ্বীপ মায়াপুর ইসকন মন্দিরের জগন্নাথ দেবের রথযাত্রা (Iskcon Rathayatra) মহা সমারোহে পালিত হল মঙ্গলবার। রথযাত্রা উৎসব উপলক্ষে হাজার হাজার দেশি-বিদেশি ভক্তের ঢল নেমেছে মায়াপুরে। এদিন দুপুরে মায়াপুর ইসকন চন্দ্রোদয় মন্দির থেকে ৫ কিলোমিটার দূরে রাজাপুরের জগন্নাথ মন্দির থেকে তিনটি সুসজ্জিত রথ বর্ণাঢ্য শোভাযাত্রা ও হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে চন্দ্রোদয় মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যায় রথ তিনটি প্রবেশ করে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে।

রথের দিন থেকে শুরু হয়ে আগামী ৮ দিন ইসকন চন্দ্রোদয় মন্দির সংলগ্ন ভাগীরথী নদীর ধারে অস্থায়ী গন্ডিচায় ( মাসির বাড়িতে) চলবে জগন্নাথ দেবের বিশেষ পূজার্চনা। আয়োজন করা হবে ৫৬ ভোগ সহ দীপ দানের অনুষ্ঠান। এছাড়াও জগন্নাথ দেবের অষ্টপ্রহর ধর্মগ্রন্থ পাঠ থেকে শুরু করে হরিনাম সংকীর্তন সহ বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক কার্যক্রম চলবে। বিনামূল্যে মহা প্রসাদ বিতরণ করা হবে। মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, আগামী ২৮ জুন আবার রাজাপুরে নিজের বাড়িতে ফিরে আসবেন প্রভূ।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: