দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ ফেব্রুয়ারি ২০২৪: সিটু, আইএনটিইউসি সহ ৭টি ট্রেড ইউনিয়ন এবং কৃষক সভা, খেত মজদুর সভা প্রভৃতি সংগঠনের ডাকে আইন অমান্য আন্দোলন ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটে গেল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে।
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, এই অভিযোগ তুলে দুর্গাপুর পুরসভা মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। নেতৃত্ব দেন সিটুর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার, আইএনটিইউসি জেলা সভাপতি প্রমুখ। অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের।
প্রায় আধঘন্টা ধরে চলা অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ। পঙ্কজ রায় সরকার বলেন, “সন্দেশখালীর ঘটনায় মহিলাদের উপর নৃশংস নির্যাতন করা হয়েছে। রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। তাই এই আইন অমান্য কর্মসূচী নেওয়া হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।