দুর্গাপুর দর্পণ, বুদবুদ, ২২ ডিসেম্বর ২০২৩: বন্ধ কোল্ড স্টোরেজে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের বুদবুদ থানার সোঁয়াই গ্রামে। বুদবুদে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশেই এই কোল্ড স্টোরেজ। শনিবার রাতে কোল্ড স্টোরেজে তিনজন নিরাপত্তা রক্ষী কর্মরত ছিলেন। অভিযোগ, রাতে ১০-১২ জন দুষ্কৃতী নিরাপত্তা রক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁদেরকে আটকে রেখে প্রায় ঘন্টা খানেক ধরে এই কারখানার ভেতরে লুটপাট চালায়। মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে পালিয়ে যায় তারা।
দুষ্কৃতীরা চলে গেলে নিরাপত্তা কর্মীরা বুদবুদ থানার পুলিশকে ফোন করে ঘটনার কথা জানান। খবর পেয়ে আসে পুলিশ। বন্ধ কোল্ড স্টোরেজের ইলেকট্রিক মোটর, প্যানেল, ইলেকট্রিক কেবল সহ প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী দুষ্কৃতীরা লুঠ করে পালিয়েছে বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।