রেডিও মির্চির মিউজিক ম্যারাথনে মঞ্চ মাতিয়ে দিলেন দুর্গাপুরের রূপসা

রেডিও মির্চির মিউজিক ম্যারাথনে মঞ্চ মাতিয়ে দিলেন দুর্গাপুরের রূপসা
WhatsApp Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ জুলাই ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy Engineering College (BCREC) এর এক ছাত্রী রেডিও মির্চি-র (Radio Mirchi) মিউজিক ফেস্টিভ্যালে উল্লেখযোগ্য সাফল্য় পেলেন। কলেজ সূত্রে জানা গিয়েছে, বিবিএ (Hospital Management) এর ছাত্রী রূপসা মুখার্জি কন্ঠসঙ্গীতে (Vocal) দ্বিতীয় রানার্স আপ হয়েছেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন বিচারক জয় সরকার ও ইন্দ্রদীপ দাশগুপ্ত।

প্রায় ৪০টি কলেজের ৬০ হাজার পড়ুয়া রাজ্যের বিভিন্ন জায়গায় এই The Mirchi Music Marathon (M3) এর অডিশনে যোগ দেন। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় কলকাতার সাউথ সিটিতে। এছাড়া যন্ত্রসঙ্গীতে মঞ্চ মাতিয়ে তোলেন BCREC এর  CSE বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া তন্ময় প্রামানিক,  BCA বিভাগের আয়ুষ দত্ত এবং ECE বিভাগের প্রিয়জিৎ রায়। তন্ময় ফুল্টু, আয়ুষ বিটবক্স এবং প্রিয়জিৎ পিয়ানো পরিবেশনায় মন্ত্রমুগ্ধ করে তোলেন দর্শক ও বিচারকদের। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!