Sheikh Hasina. দিল্লি থেকে দেশবাসীর উদ্দেশ্যে কী বার্তা দিলেন শেখ হাসিনা?

Sheikh Hasina. দিল্লি থেকে দেশবাসীর উদ্দেশ্যে কী বার্তা দিলেন শেখ হাসিনা?
WhatsApp Group Join Now

 

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৬ আগস্ট ২০২৪: দিল্লির গোপন ডেরা থেকে দেশবাসী ও আন্দোলনরত ছাত্রদের জন্য মঙ্গলবার একটি লিখিত বার্তা দিয়েছেন বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। যদিও ওই লিখিত বার্তার সত্যতা যাচাই করেনি দুর্গাপুর দর্পণ। ওই বার্তায় শেখ হাসিনা লিখেছেন, ‘আমি পদত্যাগ করেছি, শুধুমাত্র লাশের মিছিল যেন না দেখতে হয় তার জন্য। তোমাদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা হয়েছিল। আমি হতে দিইনি, ক্ষমতা দিয়ে এসেছি। ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম। অনুরোধ রইল তোমরা ব্যবহৃত হয়ো না। আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার হয়।’

( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)

আওয়ামি লীগের নেতা কর্মীদের উদ্দেশে হাসিনা লিখেছেন, ‘আমার কর্মীরা যাঁরা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামি লীগ বার বার উঠে দাঁড়িয়েছে। আপনারই দলকে দাঁড় করিয়েছেন। তাই আশাহত হবেন না। আমি শীঘ্রই ফিরব। ইনশাআল্লাহ। পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে। যে মানুষের জন্য আমার বাবা, আমার পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতা কর্মীকে হত্যা করার হয়েছে ও বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।’ 

 

এ কোন বাংলাদেশ

(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

#Bangladesh #Seikh Hasina #Bangladesh Quota Protest #China

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!