Bangladesh. ৯৯.৬৫ শতাংশ ভোট পেয়ে জয়ের ৬ মাসের মধ্যেই কেন বিদায় নিতে হল শেখ হাসিনাকে?

Bangladesh. ৯৯.৬৫ শতাংশ ভোট পেয়ে জয়ের ৬ মাসের মধ্যেই কেন বিদায় নিতে হল শেখ হাসিনাকে?
WhatsApp Group Join Now

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৫ আগস্ট ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) পদত্যাগ করার পরে বাংলাদেশের রাশ আপাতত হাতে নিয়েছে সে দেশের সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ চালানো হবে বলে জানিয়েছেন সেনা প্রধান। মাত্র ছয় মাস আগেই সাধারণ নির্বাচনে শেখ হাসিনার দল ৩০০ আসনের মধ্যে ২২৪টিতে জয় পেয়েছিল। আর, শেখ হাসিনা ভোট পেয়েছিলেন ৯৯.৬৫ শতাংশ! 

শেখ হাসিনার জন্ম গোপালগঞ্জে। ১৯৯১ সাল থেকে হাসিনা গোপালগঞ্জ -৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। তিনি ৭২.২ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। এরপর  ১৯৯৬ সালে ৯২.২ শতাংশ, ২০০১ সালে ৯৪.৭ শতাংশ, ২০০৮ সালে ৯৭.১ শতাংশ, ২০১৪ সালে ৯৮.৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন তিনি। ২০১৮ সালে প্রধানমন্ত্রী হাসিনা ওই কেন্দ্রে ৯৯.৯ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন। বিরোধীদের মোট ভোট ছিল মাত্র ১৯৪টি। 

মাত্র ৬ মাস আগে অনুষ্ঠিত এবারের নির্বাচনে শেখ হাসিনা ৯৯.৬৫ শতাংশ ভোট পান। মোট ভোটার ২ লক্ষ ৯০ হাজার ৩০০। এর মধ্যে হাসিনা পান ২ লক্ষ ৪৯ হাজার ৯৬২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপি-র শেখ আবুল কালাম পান ৪৬০টি ভোট। জাকের পার্টির প্রার্থী মাহাবুর মোল্লা ৪২৫টি ভোট পেয়ে তৃতীয় হন। হাসিনা জয়ী হন ২ লক্ষ ৪৯ হাজার ৫০২ ভোটের ব্যবধানে।

আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসে। ২০১৪ সালের নির্বাচন বিএনপি বয়কট করে। ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশে ব্যাপক ভোট লুঠের অভিযোগ উঠেছিল। সে বার ২৫৭ আসনে জিতেছিল আওয়ামী লীগ। এ বার ২২৪ আসনে আওয়ামী লীগ জয়ী হয়। বিরোধী দলগুলি নির্বাচনে অংশ নেয়নি। বিরোধী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন মূলত নির্দল প্রার্থীরা। মোট ৬৩ জন নির্দল প্রার্থী জয়ী হন। তাঁদের অধিকাংশই আওয়ামী লীগের টিকিট না পেয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। এমনকি বেশ কিছু আসনে নির্বাচন নিশ্চিত করতে আওয়ামী লীগ ডামি প্রার্থীও দাঁড় করায় বলে অভিযোগ। তবে এভাবে জয় পেয়ে মাত্র ছয় মাসের মধ্যেই পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা। 

এ কোন বাংলাদেশ

(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

#Bangladesh #Seikh Hasina #Bangladesh Quota Protest

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!