এরপর জোর করে তাঁকে দোতলায় নিয়ে গিয়ে সেখানেই রাজাকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
——————————————-
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ ডিসেম্বর ২০২৩: নদিয়ায় (Nadia) শুটআউট। শুক্রবার সন্ধ্যায় তাহেরপুর থানার বাদকুল্লায় স্ত্রীর সামনেই ঝাঁঝড়া ব্যবসায়ী স্বামী। পুলিশ পলাতক দুষ্কৃতীদের খোঁজ করছে। তবে কেন এই খুন তা এখনও স্পষ্ট নয়। মৃত বছর পঞ্চাশের রাজা ভৌমিকের বাড়ি বাদকুল্লার ভাদুরি এলাকায়।
তাঁর স্ত্রী পুলিশকে জানিয়েছেন, শুক্রবার রাত আটটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী বাড়ির সামনে এসে রাজার নাম ধরে ডাকে। তিনি দরজা খুলতেই দুষ্কৃতীরা তাঁর মুখ চেপে ধরে। এরপর জোর করে তাঁকে দোতলায় নিয়ে গিয়ে সেখানেই রাজাকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
প্রতিবেশীরা আসেন। খবর দেওয়া হয় তাহেরপুর থানায়। রক্তাক্ত অবস্থায় রাজাকে উদ্ধার করে বাদকুল্লা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খুনের পিছনে পারিবারিক না ব্যবসায়িক, কী কারণ তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।