কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার ভক্তের আগমন হয়েছে।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ ডিসেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে এসেছেন ‘‘চমৎকারী বাবা’’! ভক্তদের দাবি, তিনি সব সমস্যার মুশকিল আসান। দূরদূরান্ত থেকে ভক্তরা এসেছেন তাঁর দর্শণ পেতে। সকাল থেকে দীর্ঘ লাইন পড়েছে ভক্তদের।
ভক্তরা বলছেন, মানুষের যে কোনও সমস্যা না কী দূর হয়ে যাচ্ছে গুরু প্রেমানন্দ মহারাজের কৃপায়। ভক্তরা সামনে দাঁড়ালেই তিনি সমস্যার কথা আগাম বলে দিচ্ছেন। মুমূর্ষ রোগীকেও তিনি না কী সুস্থ করে দেন! ডিএসপি টাউনশিপের হস্টেল অ্যাভিনিউয়ে উপচে পড়ছে ভক্তদের ভিড়।
কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার ভক্তের আগমন হয়েছে। রীতিমতো প্যান্ডেল খাটিয়ে ভক্তদের গুরুদেব দর্শণের ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের দাবি, বাবা না কী বিপদের গুরু। দূর করে দেন শারীরিক ও মানসিক সব সমস্যা। বিশাল ভিড় সামাল দিতে পুলিশকে বেশ পেতে হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।