দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ সেপ্টেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার গানের অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “মাধুরী রাতের মাধবী তুমি যে…..” গানটি ল্যাপটপে ক্লিক করে মঞ্চে রাখা মনিটরের পর্দায় উদ্বোধন করেন দুর্গাপুর পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের ভারপ্রাপ্ত সহ তথ্য অধিকর্তা নরেন্দ্রনাথ দত্ত, পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি, সঙ্গীত শিক্ষক বিমল মিত্র, জয়প্রকাশ নারায়ণ ওঝা প্রমুখ।
দুর্গাপুর কয়্যারের উদ্বোধনী সঙ্গীত ‘সংগচ্ছধ্বন সংবদাধ্বন’ উপস্থিত সবাইকে মোহিত করে দেয়। দীপ প্রজ্জ্বলন ও প্রয়াত সঙ্গীত শিক্ষক সন্তোষ কুমার দে’র প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত ভাষণ দেন দুর্গাপুর কয়্যারের প্রতিষ্ঠাতা ও সভাপতি পরিমল দাস। এরপর অ্যালবামের গানগুলি পরিবেশন করেন শিল্পী শুভম চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেন মানস মিশ্র ও কী-বোর্ডে বাবুসোনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সম্পাদিকা রুমা দাস। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।