দুর্গাপুর দর্পণ ডেস্ক: সৌদি আরবে মরুভূমির মধ্যে পথ হারিয়ে মারা গেলেন তেলেঙ্গানার (Telangana) এক যুবক। মারা গিয়েছেন তাঁর সঙ্গী সুদানের এক যুবক। জানা গিয়েছে, তাঁরা সেখানকার একটি টেলিকমিউনিকেশন সংস্থায় কর্মরত ছিলেন। তাঁরা সৌদির রাব আল খালি মরুভূমি পেরিয়ে অন্যত্র যাচ্ছিলেন। এই মরুভূমি ৬৫০ কিলোমিটার দীর্ঘ। এখানে তাপমাত্রা সব সময় ৫০ ডিগ্রিরও বেশি থাকে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
মৃত যুবকের নাম মহম্মহ শেহজাদ খান (২৭)। গত তিন বছর ধরে তিনি সৌদির ওই সংস্থায় কর্মরত ছিলেন। রাব আল খালি মরুভূমিতে যাত্রা শুরু করার দিনকয়েক পরেই তিনি ও সুদানের ওই যুবক নিখোঁজ হয়ে যান। শেষ পর্যন্ত বৃহস্পতিবার মরুভূমির মধ্যে শেহজাদ এবং অপর যুবকের দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সম্ভবত প্রবল গরমে ডিহাইড্রেশন হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। জানা গিয়েছে, মরুভূমির মধ্যে তাঁদের জিপিএস ট্র্যাকার বিকল হয়ে যায়। পথ হারিয়ে ফেলেন তাঁরা। এরপর মরুভূমিতে ঘুরতে থাকেন তাঁরা। মোবাইলের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। ঘুরতে ঘুরতে গাড়ির তেল শেষ হয়ে যায়। খাবারও ফুরিয়ে যায়। শেষ পর্যন্ত গাড়ির কাছেই তাঁদের মৃত্যু হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।