দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ ডিসেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে বুধবার বিকালে শুরু হল ৪২ তম জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপ। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবার দুর্গাপুরে এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পুরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত, উদ্যোক্তা সংস্থার কার্যকরী সম্পাদক সুপ্রিয় গঙ্গোপাধ্যায়, প্রবীণ সমাজকর্মী সুদেব রায় প্রমুখ। দেশের প্রায় সমস্ত রাজ্য থেকে এই প্রতিযোগিতায় যোগ দিয়েছেন প্রতিযোগীরা। তিন দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।