রাস্তা বন্ধের জেরে সমস্যায় পড়েছে এলাকার প্রায় ৩০ টি পরিবার। ওই রাস্তায় কোনও গাড়ি না ঢোকায় অসুস্থ হয়ে পড়লে ব্যাপক সমস্যায় পড়তে হয়।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ ডিসেম্বর ২০২৩: দুই পরিবারের দ্বন্দ্বে বন্ধ হয়ে গিয়েছে পুরসভার রাস্তা। চূড়ান্ত সমস্যায় পড়েছেন এলাকাবাসী। দুয়ারে সরকার শিবিরের সামনে প্লাকার্ড হাতে রাস্তা ফেরতের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন এলাকাবাসী। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পিয়ালা এলাকার ঘটনা।
দুয়ারে সরকার, পাড়ায় সমাধান কর্মসূচিতে একাধিকবার অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। এমন অভিযোগ তুলে পলাশডিহায় দুয়ারে সরকার শিবিরের সামনেই তাঁরা শুরু করেছেন বিক্ষোভ।
অভিযোগ, পিয়ালা ওয়ারিয়াপাড়ায় দুই পরিবারের দ্বন্দ্বে পুরসভার রাস্তার অনেকটা পাঁচিল দিয়ে ঘিরে নেওয়া হয়। দুই পরিবারের বিরুদ্ধে পুরসভার কাছে এবং দুয়ারে সরকার শিবিরে অভিযোগ দায়ের করা হয়। প্রাক্তন কাউন্সিলর মানস রায়কে জানালেও তিনি গুরুত্ব দেননি বলে অভিযোগ। রাস্তা বন্ধের জেরে সমস্যায় পড়েছে এলাকার প্রায় ৩০ টি পরিবার। ওই রাস্তায় কোনও গাড়ি না ঢোকায় অসুস্থ হয়ে পড়লে ব্যাপক সমস্যায় পড়তে হয়।
স্থানীয় বাসিন্দা দুর্লভ মাঝি অভিযোগ করেন, কুড়ি বছর আগে এলাকাবাসীর সমস্যার কথা মাথায় রেখে এই রাস্তা তৈরি করেছিল দুর্গাপুর পুরসভা। সুবিধা হয় যাতায়াতের। দু’বছর আগে ওই দুই পরিবারের দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছায়। সেই সময় পুরসভার রাস্তার অনেকটা পাঁচিল দিয়ে ঘিরে নেওয়া হয় বলে অভিযোগ। কোনও সমাধান না পেয়ে দুয়ারে সরকার শিবিরে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়েছে দুর্গাপুর থানার পুলিশ। পুরসভার প্রশাসক মন্ডলী সদস্য রাখি তিওয়ারি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।