দুর্গাপুর দর্পণ, পুরুলিয়া, ২৩ আগস্ট ২০২৩: পুরুলিয়ায় (Purulia) পুলিশের দারুণ উদ্যোগ! সরকারি চাকরি পাচ্ছে সেখানকার বেকাররা। পুলিশের উদ্যোগে চালু হয়েছে ‘পথের দিশা’। সেখানে কোচিং নিয়ে চাকরি পেল পুরুলিয়ার ১৯ যুবক।
তার মধ্যে ১৫ জন রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন।
এছাড়াও আবগারি দপ্তরের কনস্টেবল একজন, স্টাফ সিলেকশন কমিশন গ্রুপ ডি দু’জন, রেলওয়ে গ্রুপ ডিতে একজন চাকরি পেয়েছেন। পুরুলিয়ার তরুণ-তরুণীরা যাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় সফল হন সেই লক্ষ্যেই ‘পথের দিশা’ প্রকল্প চালু করেছে পুলিশ। এখানে পুলিশই থাকে প্রশিক্ষকের ভূমিকায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।