দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ৩০ মে ২০২৩: একটি পোষা কুকুর শাবক অন্যের বাড়িতে প্রবেশ করেছিল। অভিযোগ ওই বাড়ির মালিক হাঁসুয়া দিয়ে কুকুর শাবকের দেহের একাংশ ফালাফালা করেছে। ক্ষতস্থান জোড়া লাগাতে ৫ মাসের কুকুর ছানাটিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় পশু চিকিৎসা কেন্দ্রে। সেখানে কুকুরটির দেহে ২৭ টি সেলাই দেওয়া হয়েছে।
পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতারে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পোষ্যর মালিক আনারুল্লা শেখ জখম কুকুরটিকে নিয়ে ভাতার থানায় হাজির হন। পুলিশকে সবিস্তার জানিয়ে অভিযোগ দায়ের করেন। আনারুল্লা জানান, তিনি একজন শ্রমিক। অসহায় কুকুর শাবকটিকে তিনি রাস্তা থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন।
তিনি জানান, প্রতিবেশী হ্যাঙ্গাই মল্লিকের বাড়িতে চলে গিয়েছিল পোষ্যটি। এরপরেই তিনি কুকুরের আর্তনাদ শুনতে পান। বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে দেখেন কুকুরটির শরীর থেকে গল গল করে রক্ত ঝরছে। এই ঘটনায় সরব হয়েছে বর্ধমানের বিভিন্ন পশুপ্রেমী সংগঠন।