দুর্গাপুর দর্পণ, মুর্শিদাবাদ, ৩১ মে ২০২৩: অনেক হয়েছে, আর নয়! এবার শাড়ির দোকান দিলেন মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কা ব্লকের বেওয়া ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধান ছোটন মেহরা। বাড়িতেই শাড়ির ব্যবসা শুরু করেছেন তিনি। আর ভোটে দাঁড়াবেন না বলে ঠিক করে নিয়েছেন।
এমএ পাশ ছোটন এক সময় তেলেভাজা, ঘুঘনি বিক্রি করতেন। সঙ্গে টিউশন পড়াতেন। ২০১৮ সালে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে প্রধান হন। পরে দল বদলে যোগ দেন তৃণমূলে। সম্প্রতি তিনি বাড়িতে শাড়ির দোকান খুলেছেন। সকাল, বিকেলে দোকান সামলান। দুপুরে যান পঞ্চায়েতে। সেই সময় দোকানে থাকেন তাঁর স্ত্রী।
কেন হঠাৎ এই উদ্যোগ? জানা গিয়েছে, পঞ্চায়েত ভোট আসন্ন। টিকিট পাওয়া নিয়ে তৃণমূলের ভিতরে গোষ্ঠী বাজী শুরু হয়ে গিয়েছে। ছোটন এসবের মধ্যে থাকতে চান না। তাছাড়া, আবাস যোজনায় বাড়ির তালিকা থেকে নাম বাদ যাওয়ায় এলাকার অনেকে ভুল বুঝে তাঁর উপরে চড়াও হয়েছিলেন। ছোটন সেই পরিস্থিতি ভুলতে চান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।