দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ জুলাই ২০২৩: হাজার বছরের প্রাচীন এই মন্দিরের ভিতরে খুব অল্প পরিসরের গর্ভগৃহ রয়েছে। সেখানে পিনাক সমেত বিশালাকৃতির গ্রানাইট পাথরের তৈরি শিবলিঙ্গ একটি কূপের উপরে স্থাপিত। প্রতিদিন সকালে শিবলিঙ্গের শিঙ্গার করেন সেবাইতরা। যা, রুদ্র অভিষেক নামে পরিচিত। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের (Durgapur) আড়রা এলাকায় রয়েছে প্রাচীন এই রাঢ়েশ্বর শিব মন্দির (Rarheswar Shiva temple)।
শ্রাবণ মাসের প্রথম সোমবার। তাই ভোর থেকে ভক্তদের বিশাল লাইন পড়েছে শিব মন্দির চত্বরে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন তাঁরা শিবের মাথায় জল ঢালবেন বলে। যত সময় যাচ্ছে তত যেন ভিড় বাড়ছে। মন্দির চত্বরের চারদিকে ফুল, মিষ্টির দোকান বসেছে। বসেছে ছোটখাটো মেলা। ভিড় নিয়ন্ত্রণের জন্য রয়েছে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।