September 29, 2023

পঞ্চায়েত ভোটে রাজ্যে একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী, কোথায়? কোন দলের?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৪ জুলাই ২০২৩: পঞ্চায়েত ভোটে (WB Panchayat Election 2023) রাজ্যে একমাত্র তৃতীয় লিঙ্গের (third gender) প্রার্থী রয়েছেন কোচবিহারে (Cooch Behar)। কোচবিহারের মাথাভাঙা মহকুমার জেলা পরিষদের ৯ নম্বর আসনে বিজেপি (BJP) প্রার্থী করছে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি পিঙ্কি বর্মনকে। পিঙ্কি একটি অনাথ আশ্রম ও একটি বৃদ্ধাশ্রম চালান। মূলত সমাজসেবামূলক কাজেই ব্যস্ত থাকেন পিঙ্কি।

এলাকায় তিনি বিজেপি সমর্থক হিসাবে পরিচিত। তবে সক্রিয় রাজনীতিতে এবার তাঁর যাত্রা শুরু হল। পিঙ্কি বলেন, ‘‘আমি নানা সামাজিক কাজে যুক্ত। যদি মানুষ আমায় নির্বাচিত করেন তাহলে তাঁদের জন্য আরও বেশি করে কাজ করতে পারব বলে আমার আশা।’’ বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, পিঙ্কি জয়ী হলে তৃতীয় লিঙ্গের মানুষেরা জোর পাবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: