
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৫ জুলাই ২০২৩: বাবা মোবাইল কিনে দেয়নি। রাগে মগডালে চড়ল ছেলে। কিছুতেই সে আর নামে না। হিমসিম হয়ে শেষে ডাকতে হল দমকল। বাবা মোবাইল কিনে দেয়নি বলে বাবার সঙ্গে ঝগড়া করে অভিমানে একেবারে রাস্তার ধারের একটি বটগাছের মাথায় উঠে বসে যুবক ছেলে। ইদের দিনে বাংলাদেশের (Bangladesh) জয়পুরহাটের কালাই উপজেলার ঘটনা।
দমকল কর্মীদের দেখে ওই যুবক হুমকি দেয়, কেউ গাছে উঠলে তিনি লাফিয়ে পড়বেন। দমকলের কর্মীরা প্রায় দেড় ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে তবে তাকে শেষ পর্যন্ত নামাতে সক্ষম হন। এই ঘটনা দেখতে বহু মানুষ ভিড় জমান। স্থানীয়রা জানান, দমকলের কর্মীরা ওই তরুণের এক ঘনিষ্ঠ বন্ধুকে গাছে তুলে দেন। তাকে দিয়েই শেষ পর্যন্ত বাজিমাত করেন তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।