বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৯ নভেম্বর ২০২৩: বাংলাদেশের (Bangladesh) দ্বাদশ জাতীয় নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এবারের নির্বাচন হবে ৭ জানুয়ারি। নির্বাচন কমিশন শাসকদল আওয়ামি লিগের (Awami League) কথায় চলে, এমন অভিযোগ তুলে ইতিমধ্যেই প্রধান বিরোধী দল বিএনপি (BNP) নির্বাচন হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
তবে এবারের নির্বাচনে ইতিমধ্যেই অংশ নেওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূল বিএনপি (TMC BNP)। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে দলীয় নেতৃত্ব জানিয়েছেন, অন্তত ৩০০ আসনে লড়বে দল। দলের চেয়ারপার্সন সামশের মবিন চৌধুরী জানান, আশা করা যায় এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছ হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।