দুর্গাপুরে মামড়া বাজারের একটি মিষ্টির দোকানে মিষ্টি দিয়ে বিশ্বকাপের ট্রফি এবং বিরাট কোহলি বানিয়েছেন কারিগরেরা।
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ নভেম্বর ২০২৩: ভারত তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জয়ী হবে কি না সেটা জানা যাবে আর কয়েকঘন্টার মধ্যেই। দেশ জুড়ে আবেগের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে মামড়া বাজারের একটি মিষ্টির দোকানে মিষ্টি দিয়ে বিশ্বকাপের ট্রফি এবং বিরাট কোহলি বানিয়েছেন কারিগরেরা।
দেড় কেজি খোয়া দিয়ে বিশ্বকাপের ট্রফি আর দু কেজি খোয়া দিয়ে বিশ্বকাপের ট্রফি তৈরি করা হয়েছে বলে জানান দোকানের মালিক। তিনি জানান, টিম ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়াকে পরাজিত করে বিশ্বকাপের ট্রফি ছিনিয়ে আনলে দুর্গাপুরে এই মিষ্টির ট্রফি এবং বিরাট কোহলিকে নিয়ে উল্লাসে মাতোয়ারা হবেন তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।