দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ জানুয়ারি ২০২৪: পথ দুর্ঘটনা রুখতে রাস্তায় নেমে সচেতনতা মিছিল করলেন পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়। বেপরোয়া গতির জন্য কখনও চালক, কখনও পথ চলতি মানুষ বিপদের মুখে পড়ছে। প্রায়শই ঘটছে দুর্ঘটনা।
দুর্ঘটনা রুখতে বৃহস্পতিবার সকালে মহকুমা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুরের সিটি সেন্টারে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হয়। দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় সেই পদযাত্রার নেতৃত্ব দেন। পথ চলতি মানুষকে এবং গাড়ি চালকদের হেলমেট, সিট বেল্ট এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন।
মহকুমাশাসক বলেন, ‘‘দুর্ঘটনা রুখতে সজাগ প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত দুর্ঘটনা রোধে সচেতনতা প্রচারের চেষ্টা করেন। দুর্গাপুরের ট্রাফিক আধিকারিকরাও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সচেতন করেন গাড়ির চালকদের। ট্রাফিক আইন ভাঙলে জরিমানাও করা হয়। মহকুমা প্রশাসনের উদ্যোগেও মাঝে মধ্যেই চলে ট্রাফিক সচেতনতা।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।