দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩০ ডিসেম্বর ২০২৩: এবারের লোকসভা ভোটে উত্তরপ্রদেশে প্রার্থী দেবে তৃণমূল। সমাজবাদী পার্টির কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, তৃণমূলকে একটি আসন ছাড়া হবে। দলের সহ-সভাপতি কিরণময় নন্দ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসনে লড়তে চেয়েছিলেন।
তাই তৃণমূলকে একটি আসন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এ’বিষয়ে কথা হয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, প্রাক্তন কংগ্রেস নেতা কমলাপতি ত্রিপাঠীর নাতি রাজেশ ত্রিপাঠী তৃণমূলের হয়ে তাঁর বাবার পুরনো আসন চান্দোলিতে দাঁড়াবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now