দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩০ ডিসেম্বর ২০২৩: লোকসভা নির্বাচনের আগে দলের কর্মীদের রাইমা সেনের (Raima Sen) সিনেমা দেখতে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ! বলিউডের বহু তারকার সঙ্গে প্রধানমন্ত্রীর সখ্যতা মাঝে মাঝেই খবরের শিরোনামে জায়গা পায়। যদিও রাইমা সেনের সঙ্গে প্রধানমন্ত্রীর যোগাযোগের তেমন কোনও খবর সেভাবে কারওর নজর কাড়েনি।
সেই রাইমা সেনের সিনেমা কেন দেখার কথা বলছেন প্রধানমন্ত্রী? জানা গিয়েছে, রামমন্দির উদ্বোধনের আগে মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন মোদি। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজ্যের দলের সভাপতিরাও। সেখানেই সবাইকে নির্বাচনের আগে ‘দ্য ভ্যকসিন ওয়ার’ দেখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ওই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ, অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে রাইমা। সিনেমায় রাইমাকে দেখা গিয়েছিল রোহিণী নামে এক সাংবাদিকের চরিত্রে। লোকসভা নির্বাচনের আগে সেই সিনেমাই দেখার নির্দেশ দিলেন মোদি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।