দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ ফেব্রুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের আম্বেদকর কলোনির কাছে রাস্তায় বৃহস্পতিবার দেখা মিলল বাঘরোলের। অসুস্থ ভেবে তাকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হলেন এক বনকর্মী ও এক স্থানীয় যুবক। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ সিটি সেন্টার লাগোয়া আম্বেদকর কলোনি হয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার মাঝে বসেছিল বাঘরোলটি। বাইক এবং গাড়ি থামিয়ে এই বন্যপ্রাণীকে দেখতে ভিড় জমান অনেকে। খবর দেওয়া হয় দুর্গাপুর বনবিভাগে। বন দফতরের কর্মীরা জাল ফেলে বাগরোলটিকে ধরার চেষ্টা করে।
তখনই বনকর্মী পঙ্কজ রায়ের হাতে কামড় বসায় ওই বাগরোলটি। ধারালো নখে জখম হয় স্থানীয় যুবক রাহুল বাউড়িও। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বন দফতরের জালে শেষ পর্যন্ত ধরা পড়ে বাঘরোলটি। বনকর্মী পঙ্কজ রায় জানান, এই জঙ্গলে বিলুপ্তপ্রায় বহু বন্যপ্রাণী রয়েছে। তাঁরা খবর পেয়ে বাগরোলটিকে উদ্ধার করতে আসেন। উদ্ধার করতে গিয়ে তিনি এবং স্থানীয় এক যুবক জখম হন। বাঘরোলটি অসুস্থ কিনা শারীরিক পরীক্ষা করে তারপরে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।