
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ জানুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরেও সারা দেশের সঙ্গে শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের প্রধান অনুষ্ঠানটি হয় বিধান নগর হাউসিং এলাকায়। বিধান স্মৃতি মঞ্চের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও স্বামীজির জন্মদিন উপলক্ষে একদিনের বিবেক চেতনা উৎসবের আয়োজন করা হয়।
উৎসবের শুভ সূচনা হয় প্রভাত ফেরীর মাধ্যমে। তারপর পুজো অর্চনা এবং যজ্ঞের আয়োজন করা হয়। দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তথা বিধান স্মৃতি মঞ্চের অন্যতম আধিকারিক দীপঙ্কর লাহা জানান, দিনভর রক্তদান শিবির, নরনারায়ণ সেবা এবং কম্বল বিতরণের মতো বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন কলকাতার শিল্পী লোপামুদ্রা মিত্র। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।