দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ জানুয়ারি ২০২৪: স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন ১২ জানুয়ারি। প্রতি বছর এই দিনটি সারা দেশে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। ১৯৮৪ সালে ভারত সরকার ১২ জানুয়ারি দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম জাতীয় যুব দিবস পালিত হয়েছিল ১৯৮৫ সালে।প্রতি বছরের মতো এবারও পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশনের পক্ষ থেকে দিনটি যথোচিত মর্যাদার সঙ্গে পালন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজেন্দ্র একাডেমির পড়ুয়া ও অধ্যাপকবৃন্দ। প্রতিষ্ঠানের কর্ণধার জয়ন্ত কুমার চক্রবর্তী পড়ুয়াদের সামনে এই বিশেষ দিনের প্রাসঙ্গিকতা নিয়ে তাঁর সুচিন্তিত মতামত তুলে ধরেন। পড়ুয়াদের চেতনার বিকাশ সাধনের জন্য সর্বদা সচেষ্ট থাকার পরামর্শ দেন তিনি।
স্বামীজির জীবন ও দর্শণ বিশেষ করে তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার প্রতীক। তাঁর মূল্যবান চিন্তা ও অনুপ্রেরণামূলক বানীর মাধ্যমে যুব সম্প্রদায়কে সামনে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই স্বামীজির জন্মজয়ন্তীতে ‘জাতীয় যুব দিবস’ পালন করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।