You are currently viewing আপেলের তরকারি খেয়েছেন কখনও?

আপেলের তরকারি খেয়েছেন কখনও?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ নভেম্বর ২০২৩: আপেলের তরকারি খেয়েছেন কখনও? হ্যাঁ, ঠিকই পড়েছেন! মাখামাখা আপেলের তরকারি (Apple Sabji) বানিয়ে তাক লাগিয়েছেন এক মহিলা। সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মহম্মদ ফিউচারওয়ালা নামের এক্স হ্যান্ডেলে সম্প্রতি পোস্ট করা হয়েছে আপেলের সবজি রান্নার ৫ মিনিট ৩৯ সেকেন্ডের ওই ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, মধ্যবয়স্ক ওই মহিলা প্রথমে বোটা বাদ দিয়ে গোটা গোটা আপেলগুলিকে সিদ্ধ করে নেন। রেডি করে ফেলেন পেঁয়াজ, টমোটো-সহ অন্যান্য মশলা। এরপর শুরু হয় তরকারি রান্না। শেষ পর্যন্ত তরকারি দেখতে হয় অনেকটা আলুর দমের মতো, মাখামাখা। পাউরুটির সঙ্গে ওই তরকারি বেড়ে দিতে দেখা যায় মহিলাকে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply