দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২১ জুলাই ২০২৩: বৃহস্পতিবার কলকাতার বিধান শিশু উদ্যানে (Bidhan Shishu Udyan) সারা বাংলা পাঞ্জা লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অশোক আখড়া ব্যায়াম সমিতি ‘ওপেন বেঙ্গল আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ ২০২৩’ এর আয়োজন করেছিল। প্রায় ২০০ জন শিশু সহ ‘সিনিয়র সিটিজেন’ প্রতিযোগীরাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
বিভিন্ন বিভাগে ভাগ করে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাব জুনিয়র, জুনিয়র, বালক, বালিকা, বয়স্ক পুরুষ, মহিলা, মাস্টার্স সিনিয়র, গ্র্যান্ড সিনিয়র এমনকী প্রতিবন্ধী প্রতিযোগীরাও ছিলেন। উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি জহর দাস, ভাইস প্রেসিডেন্ট অসিত সাহা প্রমুখ। অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট এবং বিজয়ীদের ট্রফি ও মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। উদ্যোক্তাদের তরফে অশোক রাজ জানান, ভবিষ্যতে সর্বভারতীয় স্তরে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।