
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩০ ডিসেম্বর ২০২৩: শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের মাঙ্গলিকে বর্ষ শেষের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পার্বন হোটেলের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় আয়োজিত শিবির ১জন মহিলা সহ মোট ২৮ জন রক্তদান করেন।রক্তদান করে শিবিরের উদ্বোধন করেন পার্বন এর কর্ণধার সুপ্রিয় গাঙ্গুলি। হোটেলে কর্মচারীরা রক্তদান করেন। রক্তদান করেন সাংবাদিকেরাও। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা স্বেচ্ছা রক্তদান আন্দোলন সমিতির তরফে অরবিন্দ মাজি, মিতালি মজুমদার, চিকিৎসক ইন্দ্রজিৎ মাজি, সমাজসেবী রঞ্জন ব্যানার্জি, ক্রীড়া সংগঠক মৃত্যুঞ্জয় ব্যানার্জি প্রমুখ। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।