দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩০ আগস্ট ২০২৩: চিতাবাঘের পিঠে চড়ে সেলফি উঠল মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সে দৃশ্য। মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় কালী সিন্ধ নদীর ধারের একটি গ্রামের পাশের জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি চিতাবাঘ। তাকে দেখে বোঝা যায়, সে অসুস্থ। ঠিক মতো হাঁটতে পারছে না।
Rescue operation underway by forest officials in Madhya Pradesh’s Iklera village after a leopard was found by locals in a dazed state. pic.twitter.com/Op5d4wrhem
— Upendrra Rai (@UpendrraRai) August 30, 2023
বিপদের সম্ভাবনা নেই বুঝেই উদগ্রীব হয়ে ওঠে কৌতূহলী জনতা। দু’একজন এগোতে থাকেন তার দিকে। শুরু হয়ে যায় সেলফি তোলা। এক যুবককে দেখা যায়, চিতাবাঘটির প্রায় পিঠেই উঠে বসেছেন। অসুস্থ চিতাবাঘটি কোনও প্রতিবাদ করতে পারেনি। খবর পেয়ে বন বিভাগ অসুস্থ চিতাবাঘটিকে উদ্ধার করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)। (ছবি-Wikipedia)