দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৬ মার্চ ২০২৪: দেশের ১৮তম লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Election) নির্ঘন্ট প্রকাশ করল কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, সুখবীর সিংহ সান্ধু ও নির্বাচন কমিশনের অন্যান্য আধিকারিকদের নিয়ে শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে বিকালে সাংবাদিক সম্মেলন করে ভোটের দিনক্ষণ (2024 lok sabha election date) ঘোষণা করেন।
এবারের ভোটারের সংখ্যা প্রায় ৯৬.৮ কোটি। যার মধ্যে ৪৯.৭ কোটি পুরুষ এবং ৪৭.১ কোটি মহিলা। নতুন ভোটারের সংখ্যা প্রায় ১.৮২ কোটি। নতুন ভোটারদের মধ্যে ৮৫ লক্ষের বেশি মহিলা। দেশের ১২টি রাজ্যে পুরুষের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। পোলিং স্টেশন থাকছে ১০.৫। ভোটগ্রহণের জন্য থাকছে ৫৫ লক্ষ ইভিএম মেশিন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
জানা গিয়েছে, এবারের ভোটে বাংলায় কবে কোথায় লোকসভা ভোট? ৮২ লক্ষ এমন ভোটার রয়েছেন, যাঁদের বয়স ৮৫ বছরের বেশি। তাঁদের মধ্যে যাঁরা বুথে ভোট দিতে যেতে পারবেন না, তাঁদের ভোট বাড়ি গিয়ে নিয়ে আসা হবে। এছাড়া প্রত্যেক বুথ কেন্দ্রে প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। বিশেষ ভাবে সক্ষম যাঁরা ভোট দিতে আসতে পারবেন না, তাঁদের ভোটও বাড়ি গিয়ে নিয়ে আসা হবে। ভোটে হিংসা রুখতে সব রকম ব্যবস্থা নিচ্ছে কমিশন।
লোকসভা নির্বাচন সাত দফায় হবে। ১৯ এপ্রিল ভোট শুরু হবে। দ্বিতীয় দফার ভোট হবে ২৬ এপ্রিল। তৃতীয় দফার ভোট হবে ৭ মে। চতুর্থ দফার ভোট হবে ১৩ মে। পঞ্চম দফার ভোট হবে ২০ মে। ষষ্ঠ দফার ভোট হবে ২৫ মে। সপ্তম দফার ভোট হবে ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন। পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশে ভোট হবে সাত দফাতেই।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এছাড়া বিহার, গুজরাত, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্নাটক, তামিলনাড়ুতে একই সঙ্গে উপনির্বাচন হবে। পশ্চিমবঙ্গে উপ নির্বাচন হবে ভগবানগোলা এবং বরানগরে। একই সঙ্গে সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ—চার রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 0343-2538468 )
বাংলায় ভোট শুরু হবে উত্তরবঙ্গ দিয়ে। ১৯ এপ্রিল– কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। ২৬ এপ্রিল– রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং। ৭ মে– মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। ১৩ মে– বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর ও বীরভূম। ২০ মে– শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, আরামবাগ, হাওড়া, হুগলি ও উলুবেড়িয়া। ২৫ মে– পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল। ১ জুন– কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, বসিরহাট, বারাসাত, দমদম।
ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ায় এবারের নির্বাচন নিয়ে ওপিনিয়ন পোল (2024 lok sabha election opinion poll) করা হচ্ছে। সেখানে বিভিন্ন সংস্থা বিভিন্ন রকম ভবিষ্যবাণী (2024 lok sabha election prediction)। কী ফল হয়, সেটা জানা যাবে ৪ জুন, ফল প্রকাশের দিন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।