Durgapur: পারিবারিক বিবাদে ৪ জনকে কুড়ুলের কোপ!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ ফেব্রুয়ারি ২০২৪: পারিবারিক বিবাদে ৪ জনকে কুড়ুলের কোপ দেওয়ার অভিযোগ। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের সরিষাডাঙ্গা এলাকার ঘটনা। বাড়ির বধূকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠছিল প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে কুড়ুলের কোপে জখম শ্বশুর, স্বামী ও দুই দেওর।

গুরুতর জখম অবস্থায় তারা ভর্তি রয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বৃহস্পতিবার রাতে সরিষাডাঙ্গায় ঘটনাটি ঘটে।  এলাকাবাসী অনুপ রুইদাসের অভিযোগ, প্রতিবেশী তপন রুইদাস এবং আশা রুইদাস তাঁর বৌমাকে ইভটিজিং করত। সেই সমস্যা সমাধানের জন্য ওদের নিয়ে আলোচনা চলছিল। তখনই কুড়ুল, শাবল নিয়ে তাকে এবং তার তিন ছেলে সঞ্জয় রুইদাস, মন জয় রুইদাস এবং অজয় রুইদাসের উপর হামলা চালায় ওরা। পুলিশ তদন্ত শুরু করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Comment

error: Content is protected !!