![imran khan](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/02/imran-khan.jpeg?fit=440%2C559&ssl=1)
দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ ফেব্রুয়ারি ২০২৪: পাকিস্তানের (Pakistan) নির্বাচনে চমক! জেলবন্দি ইমরান খানের (Imran Khan) দলই এগিয়ে গেল শেষ পর্যন্ত। ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (PTI) ও তাদের সমর্থিত নির্দল প্রার্থীরাই এগিয়ে রয়েছেন নির্বাচনে। বৃহস্পতিবার ছিল নির্বাচন।
শুক্রবার ভোরে ফল প্রকাশ শুরু করে পাকিস্তানের নির্বাচন কমিশন। একজিট পোলে নওয়াজ শরিফের দলকেই এগিয়ে রেখেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু ফল প্রকাশের সময় দেখা যায়, ইমরানের দল ও তাদের সমর্থিত নির্দল প্রার্থীরাই জয়ের দিকে এগিয়ে চলেছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now