October 3, 2023

একদিনে ৫৯৬২ টি মামলার নিষ্পত্তি জাতীয় লোক আদালতে

দুর্গাপুর দর্পণ, হাওড়া, ১৭ সেপ্টেম্বর ২০২৩: শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত।হাওড়া জেলা আদালতে হাওড়া জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনি পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যান সোনিয়া মজুমদারের নেতৃত্বে জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব সুপর্ণা সরকারের পরিচালনায় ২০ টি বেঞ্চ বসে। তার মধ্যে জেলার সদর আদালতে ১৭ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি বেঞ্চ বসে।

আরও পড়ুন- পুলিশ কাকুদের ভরসাতেই এগিয়ে চলেছে ওরা

হাওড়া জেলা আইনি পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য জানান, জাতীয় লোক আদালতে প্রায় ৭২৬৯ মামলা নথিভুক্ত ছিল। এর মধ্যে এদিন নিষ্পত্তি হয় ৫৯৬২ টি মামলার। হাওড়া জেলা আদালতে জাতীয় লোক আদালতের ৬ নং বেঞ্চে পকসো বিচারক সৌরভ ভট্টাচার্যের নেতৃত্বে দুই সদস্যর বেঞ্চ ছিল। এই বেঞ্চে সমাজকর্মী হিসাবে ‘বেঞ্চ জাজ’ হয়েছিলেন হাইকোর্ট সংবাদদাতা মোল্লা জসিমউদ্দিন। এই বেঞ্চে গাড়ি দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা উঠে। ১১৬ টি নথিভুক্ত মামলার মধ্যে ৯৩ টির নিষ্পত্তি হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!