সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ সেপ্টেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ওয়ারিয়া এলাকা। কয়েকটি বস্তি রয়েছে। আর্থিক অনটনে জেরবার সেখানকার বাসিন্দারা। দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করতেই হিমসিম দশা। সেখানে ছেলে-মেয়েদের পড়াশোনা শেখানোর ইচ্ছে বাতুলতা ছাড়া কী!
মুশকিল আসান হয়ে হাজির হয়েছে দৃষ্টি স্কুল। ওয়ারিয়া ফাঁড়ির পুলিশের উদ্যোগে গড়ে উঠেছে এই স্কুল। পুলিশ ফাঁড়ির উদ্যোগে গড়ে ওঠা স্কুলেই শিক্ষার আলো দেখছে বস্তির বাচ্চারা। ২০১৩ সালে গড়ে ওঠে স্কুলটি। মাত্র কয়েকজন বাচ্চাকে নিয়ে শুরু হয় স্কুল। শিক্ষক ছিলেন একজন। বর্তমানে ১০০ ছাড়িয়েছে পড়ুয়ার সংখ্যা। শিক্ষকের সংখ্যা পাঁচজন।
আরও পড়ুন- ফুসফুসে বিঁধেছিল বাঁশের টুকরো, দুর্গাপুরে জটিল অস্ত্রোপচারে সুস্থ কিশোর
এখন অষ্টম শ্রেণী পর্যন্ত চলে পঠন পঠন। নিয়মিত পড়ুয়াদের পড়াশোনার সামগ্রী, বই, খাতা সবটাই দেওয়া হয় পুলিশ ফাঁড়ি থেকে। আবার শিক্ষকদের বেতনও দেওয়া হয় পুলিশ ফাঁড়ি থেকে। এমন কি পড়ুয়াদের সমস্যা হলে সমাধান করতে হাজির হয়ে যান পুলিশ আধিকারিকরা। দুষ্কৃতী দমনের পাশাপাশি পুলিশের এই কাজ প্রশংসা কুড়িয়েছে সব মহলে। ওই স্কুলের বাচ্চাদের কাছে পুলিশ আধিকারিকেরা আক্ষরিক অর্থেই ‘পুলিশ কাকু’! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।