দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার থেকে শুরু হল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B C Roy Engineering College (BCREC) এর রৌপ্যজয়ন্তী বর্ষপূর্তির কর্মসূচী যা চলবে আগামী এক বছর ধরে।
এদিন সকালে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ম্যারাথনের থিম: Run for Durgapur, Greener Tomorrow। প্রায় ৫০০ জন তরুণ ও তরুণী এই দৌড়ে যোগ দেন। পুরুষদের জন্য ১৪ কিমি ও মহিলাদের জন্য ৫ কিমি দৌড়ের আয়োজন করা হয়েছিল। পতাকা নাড়িয়ে ম্যারাথনের সূচনা করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় এবং কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় এস পাওয়ার। উপস্থিত ছিলেন কলেজ সোসাইটির সম্পাদক তরুণ ভট্টাচার্য ও সভাপতি ডা. সত্যজিৎ বসু সহ সোসাইটির অন্যান্য সদস্যরা। ম্যারাথনে পুরুষ বিভাগে অভিষেক কুমার এবং মহিলা বিভাগে অঞ্জলী কুমারী। দুই জনের হাতেই পুরস্কার স্বরূপ ২৫ হাজার টাকা এবং শংসাপত্র ও স্মারক প্রদান করা হয়। এছাড়াও পুরস্কার দেওয়া হয় আরও ২০জনকে। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন অর্জুন পুরস্কার প্রাপক স্প্রিন্টার সরস্বতী সাহা, শ্যুটার ভগীরথ সামাই, কমনওয়েলথ ব্রোঞ্জ পদক জয়ী রহমতুল্লা মোল্লা এবং কলকাতা পুলিশের চিফ কোচ বিনোদ রায়, রাজ্য অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক কমল কুমার মিত্র সহ অন্যান্যরা।এদিন বিকালে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মভূষণ, ইসরোর প্রাক্তন ডিরেক্টর ড. নম্বি নারায়ণ। তিনিই ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এছাড়া সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইএসটিই-র সভাপতি ড. প্রতাপসিং কাকাসাহেব দেশাই, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী সোমাত্মানন্দ, খড়গপুর আইআইটির প্রাক্তন অধ্যাপক ড. বিনয় কে দত্ত, MAKAUT এর প্রাক্তন উপাচার্য তথা কলেজ সোসাইটির মুখ্য পরামর্শদাতা ড. সৈকত মৈত্র, কলেজ সোসাইটির সদস্যরা সহ অন্যান্যরা। ( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
কলেজ সোসাইটির সম্পাদক তরুণ ভট্টাচার্য তাঁর বক্তব্যে কলেজ শুরুর দিনগুলি এবং বিগত দিনগুলিতে কলেজের সাফল্যের মুকুটে যেভাবে একটি একটি করে পালক যোগ হয়েছে তা তুলে ধরেন। একই সঙ্গে কলেজ গড়ে তোলা ও পরিচালনার ক্ষেত্রে যাঁদের সহযোগিতা পেয়েছেন, তাঁদের কথা উল্লেখ করেন। তিনি ঘোষণা করেন, Dr. B. C. Roy Society খুব শীঘ্র একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় চালু করার পথে এগিয়ে চলেছে। উপস্থিত সবাই এই উদ্যোগের প্রশংসা করেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ড. প্রতাপসিং কাকাসাহেব দেশাই। এরপর ড. নম্বি নারায়ণ শুরুর দিন থেকে এখন পর্যন্ত ইসরোর যাত্রাপথের বর্ণনা করেন। কী ভাবে ইসরো B2 থেকে বিকাশ ইঞ্জিন তৈরির পথে এগিয়েছে তা তিনি বক্তব্যে তুলে ধরেন। দেশের মহাকাশ বিজ্ঞানে হোমি জাহাঙ্গীর ভাবা, বিক্রম সারাভাই ও সতীশ ধাওয়ানের ভূমিকার কথা উল্লেখ করেন। সবশেষে ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য রাখেন কলেজ সোসাইটির মুখ্য পরামর্শদাতা ড. সৈকত মৈত্র। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।