দুর্গাপুর দর্পণ, পাণ্ডবেশ্বর: বার বার ধস নামছে পশ্চিম বর্ধমান জেলা (Paschim Bardhaman) পাণ্ডবেশ্বরের হরিপুর এলাকায়। তবু হেলদোল নেই রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল)। এমন অভিযোগ তুলে ইসিএলের পাণ্ডবেশ্বরের কেন্দা এরিয়া অফিসে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকাল থেকে চলা বিক্ষোভে হরিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ নেতৃত্ব দেন। হরিপুর গ্রাম বাঁচাও কমিটির ব্যানারে তাঁরা এদিন আন্দোলন করেন। বিক্ষোভ সামাল দিতে অন্ডাল থানার বিশাল পুলিশ বাহিনী আসে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
হরিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপীনাথ নাগ বলেন, “ফেব্রুয়ারি মাস থেকে হরিপুর এলাকায় একের পর এক ধস নামছে। হরিপুর প্রাথমিক স্কু লের সামনে ধস নেমেছে। পুকুরে ধস নেমেছে। চাষের জমিতে ধস নেমেছে। যে কোনও সময় যে কোনও জায়গা মাটির তলায় চলে যাবে বলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। একাধিকবার কেন্দা এরিয়ার ইসিএল এর আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে। ফল কিছু হয়নি। ইসিএল কর্তৃপক্ষের গাফিলতিতেই ধস নামছে বার বার। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলন হবে।” যদিও এরিয়ার ম্যানেজার অগ্নিময় দাশগুপ্ত বলেন, “আমাদের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে নিশ্চয়ই তদন্ত করে পুরো বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।