দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জন্মাষ্টমীতে ১ লক্ষ লাড্ডু বিতরণ করলেন পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ইসকন কর্তৃপক্ষ। কয়েক সপ্তাহ ধরে ১ লক্ষ ১হাজার ১০৮ লাড্ডু তৈরি করা হয়। সোমবার তা তুলে দেওয়া হয় উপস্থিত ভক্তদের হাতে। পৃথিবীর নানা প্রান্তে মহাসমারোহে পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব। দুর্গাপুরের ইসকনে এদিন ভিড় করেন হাজার হাজার ভক্ত। সকাল থেকেই চলে পুজোপাঠ। হরিনাম সংকীর্তন ও গীতা পাঠের আসরও বসে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
রাজস্থানের জয়পুরের মার্বেল প্যালেসের আদলে মন্ডপ নির্মাণ করা হয়েছে। ইসকনের প্রধান সেবাইত ঔদার্য চন্দ্র দাস বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের ৫হাজার২৫০ তম জন্মতিথি। পৃথিবীর বিভিন্ন দেশের পাশাপাশি এ রাজ্যেও উৎসবের আমেজ দেখা যায় জন্মাষ্টমীতে। আমাদের ইসকনেও প্রতিবছরের মত এ বছরও বিশেষ পুজো পাঠের ব্যবস্থা করা হয়েছে। ১ লক্ষ ১ হাজার ১০৮টি লাড্ডু বিতরণ করা শুরু হয়েছে। ৩৫-৪০ হাজার ভক্তের সমাগম হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।