দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জন্মাষ্টমীর সকালে রাধা ও কৃষ্ণকে সঙ্গে নিয়ে দুর্গাপুজোর খুঁটিপুজো। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের রামানুজম এলাকায় মহিলা পরিচালিত দুর্গাপুজো হয়ে আসছে পাঁচ বছর ধরে। চাঁদা তোলা থেকে পুজোর প্রস্তুতি, সবেতেই পুরোভাগে থাকেন মহিলারা। এলাকার বহু মহিলা এই পুজোয় সামিল হন।
(রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
জন্মাষ্টমীর পূণ্য লগ্নে খুঁটিপুজোর মাধ্যমে শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি। উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন কাউন্সিলর ধৃতি ব্যানার্জি জালান সহ অন্যান্যরা। পুজো কমিটির সম্পাদক বৈশাখী মিশ্র বলেন, “রাজ্য সরকারের দুর্গাপুজোর অনুদান আমাদের খুব কাজে লাগে। এবারে অনুদান বেড়েছে তাই পুজোর জাঁকজমকও বাড়বে। আমরা ব্যাপক আনন্দ করি। পাঁচ দিন ধরে এলাকার সমস্ত মহিলারা একত্রিত হয়। অন্নকুটের ব্যবস্থা থাকে। সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। খুঁটিপুজোর দিনও এলাকার সব মহিলা একত্রিত হয়ে আনন্দে মাতোয়ারা হয়েছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।