দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানিয়ে, বুধবার রাত ন’টা থেকে দশটা পর্যন্ত ঘরের আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে মিছিল করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। ভগৎ সিং মোড় থেকে চন্ডীদাস পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। লিফলেট বিলি করা হয়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
মিছিল শেষে মানববন্ধন করে সবাইকে একজোট হওয়ার ডাক দেওয়া হয়। প্রতিবাদ মিছিলে সামিল হয়ে দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইন্দ্রনীল সেন অভিযোগ করেন, “দ্রুত বিচার চাইছি। বিচারের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। যতদিন না পর্যন্ত বিচার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।