কাঁকসা: কাঁকসা থানার দার্জিলিং মোড় আন্ডারপাস থেকে মঙ্গলবার মাদক সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত অজিত কুমার দাস বুদবুদ থানা শুকডাল গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে প্রায় এক কেজি হেরোইন উদ্ধার হয়েছে যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকার কাছাকাছি। নারকোটিক বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বুধবার তাকে আসানসোল আদালতে তোলা হবে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা তাকে জেরা করে জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। পানাগরের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় মাঝে মাঝেই মাদক পাচারকারী, জাল নোটের কারবারি ধরা পড়ায় স্থানীয়রা দুশ্চিন্তায় রয়েছেন। পুলিশ জানিয়েছে, সতর্ক নজরদারি চলছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।