দুর্গাপুর: ডায়রিয়ার প্রকোপে আরও এক মহিলার মৃত্যু হল কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের কুলডিহা এলাকায়। কয়েকদিন ধরে সেখানে বাসিন্দারা বমি, পায়খানার সমস্যায় ভুগছেন। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কয়েকজন। তাঁদের মধ্যে উর্মিলা মুর্মু (৩৫) নামে এক মহিলার সোমবার মৃত্যু হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় লক্ষ্মী হাঁসদা (৪৪) নামে আর এক মহিলার। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে কুলডিহা গ্রামে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকার সব টিউবওয়েল সিল করে দিয়েছে প্রশাসন। স্বাস্থ্য দফতরের কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে সবার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। দরকার হলে ওষুধ ও ওআরএস দিচ্ছেন। জলের নমুনা সংগ্রহ করে তা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। একটি অ্যাম্বুল্যান্স গ্রামে দাঁড় করিয়ে রাখা হয়েছে যাতে কেউ অসুস্থ হলে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো যায়। মঙ্গলবার গ্রামে গিয়ে পরিস্থিতি ঘুরে দেখেন কাঁকসার বিডিও পর্না দে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
এলাকাবাসী জানিয়েছেন, পরিশ্রুত পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য পাইপলাইন বসানো হয়েছে। কিন্তু সেই জল এখনও পৌঁছায়নি। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানান, পাইপলাইনের কাজ সামান্য বাকি আছে। জনস্বাস্থ্য় কারিগরি দফতরের সঙ্গে কথা হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।