দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) পানাগড়ের মিত্র সংঘ ময়দানে আইপিএলের ধাঁচে ‘পানাগড় প্রিমিয়ার লিগ’ শুরু হয়েছে। শনিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, গলসির বিধায়ক নেপাল ঘরুই, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, সমীর বিশ্বাস, কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল প্রমুখ। ৮টি ফ্রাঞ্চাইজি দল অংশ নিয়েছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
এই লিগ এবার তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। জেলা পরিষদের সভাধিপতি বলেন, “খুবই ভাল উদ্যোগ। আমরা পাশে আছি।” পানাগড় প্রিমিয়ার লিগের সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় বলেন, “তিন দিন ধরে চলবে খেলা। রানার্স, উইনার্স দুই দলকে নগদ টাকা ও ট্রফি দেওয়া হবে। এছাড়াও সেরা খেলোয়াড়, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজকে নানা পুরস্কার দেওয়া হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।