দুর্গাপুর দর্পণ, হুগলি, ১১ জুন ২০২৩: রবিবার দুপুরে হুগলির (Hooghly) চন্দননগর রানীঘাটের কাছে এসে হঠাৎ গঙ্গায় ঝাঁপ দেন রিষড়ার বাসিন্দা অমিত পাণ্ডে। তাঁকে উদ্ধার করে ঘাটের কর্মীদের সহযোগিতায় পুলিশ চন্দননগর হাসপাতালে নিয়ে যায়। ঘন্টাখানেকের চিকিৎসার পরে জ্ঞান ফেরে অমিতের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
অমিত জানান, তাঁর স্ত্রী ও সন্তানরা তাঁর সঙ্গে থাকতে চান না। তাই মানসিক অবসাদে ভুগছেন তিনি। তাঁর শ্বশুরবাড়ি চন্দননগর।এক ছেলে ও এক মেয়ে। এবিষয়ে অমিতের স্ত্রী বা শ্বশুরবাড়ির কেউ প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তবে পরিজনরা এই ঘটনার জন্য অমিতকেই দায়ী করছেন। ঘটনার তদন্ত করছে চন্দননগর থানার পুলিশ।
WhatsApp Group
Join Now