দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৭ জুন ২০২৩: প্রতিদিন বাংলাদেশে পাচার হচ্ছে লাখ লাখ ফুচকা! কীভাবে? পেট্রাপোল সীমান্ত দিয়ে এদেশ থেকে বাংলাদেশে যাওয়া যাত্রীদের ব্যাগ ভরে ভরে ফুচকার প্যাকেট চলে যাচ্ছে বাংলাদেশে। সীমান্ত এলাকার প্রায় প্রতিটি দোকানেই বিক্রি হচ্ছে রেডিমেড ফুচকা।
এপাড় থেকে কিনে নিয়ে গিয়ে ওপাড়ে বিক্রি হচ্ছে চড়া দামে। জানা গিয়েছে, এদেশ থেকে যে ফুচকার প্যাকেট ৭০-৭৫ টাকায় কেনা হচ্ছে তা ওপাড়ে গিয়ে বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকায়। ব্যবসায়ীরা জানিয়েছেন, ফুচকা বিক্রির পরিমাণ এক ধাক্কায় অনেক বেড়ে গিয়েছে। পাল্লা দিয়ে তাঁদের রোজগারও বেড়েছে।
WhatsApp Group
Join Now