দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর , ২৮ জুলাই ২০২৩: দুর্গাপুর ইস্কন (ISKCON) মন্দিরে অমানবিক ঘটনা। মন্দিরে ভক্তদের সঙ্গে একটি হনুমান শান্ত ভাবে বসেছিল। পশুপ্রেমীদের অভিযোগ, ইস্কন কর্তৃপক্ষ তাকে নৃশংস ভাবে লাঠি দিয়ে মারতে মারতে বের করে দেয়। এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘দুর্গাপুর দর্পণ’।
ভিডিওতে দেখা যাচ্ছে, এই পূর্ণ বয়স্ক হনুমান অন্য ভক্তদের সঙ্গেই মন্দিরে শান্ত ভাবে বসে আছে। প্রথমে হনুমানটিকে লাঠি দিয়ে খোঁচা দিতে থাকে। পরে অন্য একজন এসে বেধড়ক মার দিতে শুরু করে। হনুমানটি মারের ভয়ে লাঠি ধরে ফেলে। তারপরেও তাকে আঘাত করতে থাকে। সেটি পালিয়ে যায়। পশুপ্রেমীদের প্রশ্ন, ভগবানের মন্দিরে কী হনুমানের জায়গা নেই? কেন তাকে এভাবে মারা হল?
ইসকন কর্তৃপক্ষ বিষয়টি জানার পরে আন্তরিকভাবে ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর কখনো ঘটবে না।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।