কাটোয়ার ভাগীরথীতে দেখা গেল কুমির

দুর্গাপুর দর্পণ, কাটোয়া, ২ সেপ্টেম্বর ২০২৩: শনিবার সকালে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়ার ভাগীরথীতে দেখা গেল কুমির (crocodile)। স্থানীয়রা প্রথম কুমিরটিকে দেখতে পান। খবর পেয়ে বহু মানুষ নদীর তীরে ভিড় জমান কুমির দেখার জন্য। আসে পুলিশ। বন দফতরের কর্মীরাও আসেন। তবে বনদফতরের কর্মী সমীর হাজরা জানান, এটি কুমির নয়, ঘড়িয়াল।
নদীর ঘাটে পাহারায় রাখা হয়েছে দুই বনকর্মীকে। তাঁরা এলাবাসীকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানাচ্ছেন কারণ ঘড়িয়াল কোনও ক্ষতি করে না। বনদফতরের পাশাপাশি কাটোয়া থানার পুলিশও নজরদারি চালাচ্ছে যাতে ঘড়িয়ালটির কোনও ক্ষতি কেউ না করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।