You are currently viewing মেয়ের ১২ তম জন্মদিন রক্তদান শিবির করে পালন করলেন দুর্গাপুরের চিকিৎসক দম্পতি

মেয়ের ১২ তম জন্মদিন রক্তদান শিবির করে পালন করলেন দুর্গাপুরের চিকিৎসক দম্পতি

দুর্গাপুরে রক্তদান শিবিরের মাধ্যমে একমাত্র মেয়ে প্রাপ্তি’র ১২ তম জন্মদিন পালন করলেন ডাঃ উদয়ন চৌধুরী ও ডাঃ কবিতা চৌধুরী।

——————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ নভেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে গত ১০ নভেম্বর রক্তদান শিবিরের মাধ্যমে একমাত্র মেয়ে প্রাপ্তি’র ১২ তম জন্মদিন পালন করলেন ডাঃ উদয়ন চৌধুরী ও ডাঃ কবিতা চৌধুরী। তাঁরা দু’জন‌ে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত। রক্তদান শিবিরে ৪জন মহিলা সহ মোট ৩৩জন রক্তদান করেন।

দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর স্বেচ্ছাসেবীরা শিবির পরিচালনায় সাহায্য করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। ডাঃ উদয়ন চৌধুরী, ডাঃ কবিতা চৌধুরী সহ তাঁদের স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন পুর প্রশাসক অনিন্দিতা মুখার্জি, প্রশাসক মন্ডলীর সদস্যা রাখী তেওয়ারি, দীপঙ্কর লাহা, সগড়ভাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক রাজীব চ্যাটার্জি ও রাইরানী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বিপাশা নায়েক, সমাজসেবী মৃত্যুঞ্জয় সামন্ত প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply