![pond](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2023/11/pond.jpeg?fit=1024%2C574&ssl=1)
স্ত্রীকে তলিয়ে যেতে দেখে তাঁকে বাঁচাতে ঝাঁপ দেন কৌশিক। মেয়ে-জামাইকে তলিয়ে যেতে দেখে এবার ঝাঁপ দেন বাবা স্বপন কুমার সামন্ত এবং আত্মীয়রা।
——————————————-
দেখুন ভিডিও
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ নভেম্বর ২০২৩: শ্যালকের বিয়েতে জল সইতে গিয়ে জলে ডুবে মৃত্যু জামাইবাবুর। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ফুলঝোড়ের ঘটনা। শোকস্তব্ধ বিয়ে বাড়ি। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কৌশিক কুন্ডু (৪২)। শিলিগুড়ির বাসিন্দা। শ্যালক দেবমিত সামন্তের বিয়েতে এসেছিলেন তিনি।
স্ত্রী দেবস্মিতাকে নিয়ে তিনি বিয়েবাড়ি আসেন। সোমবার সকালে বাড়ির লোকেদের সঙ্গে শ্যালকের বিয়ের জল সইতে যান কৌশিকও। পুকুরে জল সইতে নামেন স্ত্রী দেবস্মিতা। তখনই ঘটে বিপত্তি। স্ত্রীকে তলিয়ে যেতে দেখে তাঁকে বাঁচাতে ঝাঁপ দেন কৌশিক। মেয়ে-জামাইকে তলিয়ে যেতে দেখে এবার ঝাঁপ দেন বাবা স্বপন কুমার সামন্ত এবং আত্মীয়রা।
মেয়েকে কোনওক্রমে উদ্ধার করতে পারলেও তলিয়ে যান জামাই। এই ঘটনার পরেই অসুস্থ হয়ে পড়েন বাবা স্বপন কুমার সামন্ত। দীর্ঘ সময় পর স্থানীয়রা কৌশিককে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাবা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।